৪ নভেম্বর ২০২৫

নির্বাচনী সহিংসতা : প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

বাংলাধারা প্রতিবেদন »  

আসছে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়ে বাড়ছে নির্বাচনী সহিংসতা। নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী মোরশেদের বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে৷ চসিক নির্বাচনী সহিংসতায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম তানভীর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক বাংলাধারাকে জানান, রাত সাড়ে ১১টায় তানভীর মারা যায়। কপিয়ে জখম করায় অতিরিক্ত রক্তক্ষরণে তানভীর মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাংলাধারা/এফএস/টিএম  

আরও পড়ুন