৫ নভেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের দখলে সিজেকেএস জিমনেশিয়াম হল—বন্ধ অনুশীলন

দীর্ঘদিন ধরে বন্ধ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেশিয়াম হল। এতে ব্যাহত হচ্ছে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের প্রশিক্ষণ। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সিজেকেএস জিমনেশিয়াম হলে প্রশিক্ষণরত বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা। খেলোয়াড়রা জানান, কিছুদিন পরপর বিভিন্ন কারণে সিজেকেএস জিমনেশিয়াম হল বন্ধ থাকে। যার ফলে জিমনেশিয়ামে প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা প্রশিক্ষণ নিতে পারছেন না।

সরিজমিনে দেখা গেছে, সম্পূর্ণ জিমনেশিয়াম হল দখল করে রাখা হয়েছে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন উপলক্ষে এসব ভোটিং মেশিন রাখা হয়েছিল এই জিমনেশিয়াম হলে। গত ৩০ জুলাই শেষ হওয়া উপনির্বাচনের প্রায় দেড় মাস পরও খালি হয়নি জিমনেশিয়াম হল।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম বলেন, দীর্ঘদিন ধরে জিমনেশিয়াম হল বন্ধ। এরফলে যে সকল ইভেন্টের খেলোয়াড়রা ইনডোরে অনুশীলন করে তারা সঠিকভাবে অনুশীলন করতে পারছেন না।

তিনি আরও বলেন, জিমনেশিয়াম হল খুলে দেওয়া জন্য বারবার সিজেকেএস কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এর কোনো সুরাহা হয়নি। যার ফলে কারাতে, উশু, তাইকোয়ান্ডো, ব্যাডমিন্টনসহ আরো বেশ কিছু ইভেন্টের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এসব খেলা অনুশীলনের জন্য  ইনডোর প্রয়োজন। ক্রিকেট বা ফুটবলের মতো মাঠে অনুশীলন করা গেলে খেলোয়াড়দের এতোসব সমস্যায় পড়তে হতো না।

চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ব্যাডমিন্টন প্রশিক্ষক মোর্শেদ বলেন,  আগামী মাসে আমাদের ব্যাডমিন্টনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। তবে জিমনেশিয়াম বন্ধ থাকায় খেলোয়াড়রা সঠিকভাবে অনুশীলন করতে পারছেন না।  যদিও বিকল্প ব্যবস্থা হিসেবে তারা আমাদের চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুশীলন করার সুযোগ করে দিয়েছে। তারপরেও নিজের ঘরে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ জানায়, নির্বাচন কমিশনের এসব জিনিসপত্র সরানোর জন্য বেশ কয়েকবার তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।  তবে তবে নির্বাচন কমিশন চিঠির কোনো জবাব দেয়নি।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এব্যাপারে আমি অবগত ছিলাম না। তবে এখন যেহেতু জেনেছি অতিদ্রুত সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো।

এবিষয়ে জানতে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ