বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, ‘যেহেতু নির্বাচনের সময়, একজন প্রার্থীর সঙ্গে কয়েকজন করে লোক আসবে। এতে বিশাল জনসমাগম তৈরি হবে। তাই জনসমাগম এড়াতেই প্রার্থীদের সঙ্গে ইসির বৈঠক বন্ধ করা হয়েছে। তবে ইসিতে বিকেল তিনটায় জরুরী সভাও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
চসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখতে বুধবার (১৮ মার্চ) চট্টগ্রামে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে সকাল সাড়ে দশটায় প্রার্থীদের সঙ্গে সভা করার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের জরুরি বৈঠক থাকায় সভা স্থগিত করে বৃহস্পতিবার সকালেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ইসি মাহবুব তালুকদার।
এদিকে করোনা ইস্যুতে সিটি নির্বাচন বন্ধ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন। বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে হলেও আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম এখনই সিদ্ধান্ত নিতে চান না।
উল্লেখ্য, করোনা ভাইরাস আতঙ্কে সিটি নির্বাচনকে ঘিরে বাড়তে শুরু করেছে উদ্বেগ উৎকণ্ঠা। কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও বেড়েছে সংঘাত-সংঘর্ষ। এরই মধ্যে বুধবার দিবাগত রাত ১টার দিকে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে এক ব্যক্তির।
বাংলাধারা/এফএস/টিএম













