বাংলাধারা প্রতিবেদন »
নগরীর জুবিলী রোডে একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনাস্থলে মো. সালাউদ্দিন (২০) একজন মারা যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ২টার দিকে শুক্কুর (১৮) নামে আরকে জন মারা যান।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, সীমানা দেয়ালের কাজ করার সময় সেটি ভেঙে এই ঘটনা ঘটে।
বাংলাধারা/এফএস/এআর













