২৮ অক্টোবর ২০২৫

নিষিদ্ধ এলাকায় ইটভাটা, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাধারা ডেস্ক »

পাহাড় কাটা, বায়ু দূষণ, নিষিদ্ধ এলাকায় ইটভাটা ও ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান স্থাপনের অভিযোগে ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (২৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম অঞ্চল এ জরিমানা করে।

চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ের সূত্রে জানা যায়, বায়ু দূষণের অপরাধে ক্যাফে পানসী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পাহাড় কাটার অভিযোগে কামরুল হাসান বাচ্চু নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের জন্য এস রহমান ব্রিক্স, আল মদিনা ব্রিক্স, এ এস এস ব্রিক্স, নির্মাণ ব্রিক্স, নির্মাণ ব্রিক্স, এস এম এস বিক্সকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের জন্য জননী ব্রিক্স করপোরেশনকে ১ লাখ টাকা, আনোয়ার ব্রিক্সকে ৫০ হাজার টাকা, এন এস ব্রিক্স এবং আমিন ট্রেডিং করপোরেশনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে খাল ভরাটের অপরাধে ইব্রাহীম নামে এক ব্যক্তিতে ২৮ হাজার টাকা ও আবু ছৈয়দ নামে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম গণমাধ্যমকে বলেন, জরিমানাকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন অনিয়ম করে ব্যবসা পরিচালনা করে আসছে। সরেজমিন তদন্তে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় ২৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন