২৩ অক্টোবর ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রায়হান গণপিটুনির পর পুলিশের হাতে

রাজধানীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রায়হানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। অভিযুক্ত রায়হান গোপনে সংগঠন পরিচালনার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

সোমবার (১৯ মে) বিকেলে নিউমার্কেট থানার ইস্টার্ন প্লাজার একটি দোকান থেকে তাকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য শেখ পারভেজ মোসারফ জানান, “আমরা তথ্য পাই যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এরপর আমরা কিছু সদস্য মিলে তাকে হাতেনাতে ধরে ফেলি এবং পুলিশের হাতে তুলে দিই। দেশের স্বার্থে আমরা সবসময় সচেতন।”

জানা গেছে, গ্রেপ্তার হওয়া রায়হান চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের ছেলে ফারাজ করিম পরিচালিত সংগঠন ‘সেন্ট্রাল ভয়েস অব রাউজান’-এর সদস্য।

এ বিষয়ে নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. আশরাফ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তাকে থানায় আনা হয়েছে। প্রমাণ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন