২৩ অক্টোবর ২০২৫

নুসরাত ফারিয়ার নামে মামলা থাকায় গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ঠিক কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

সোমবার সচিবালয়ে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নুসরাত ফারিয়া কী করছেন আমি জানি না। তবে এটুকু বলতে পারি, কেউ যেন বিনা কারণে শাস্তির শিকার না হয়। তদন্ত শেষ হলেই বিস্তারিত বলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “তার নামে যদি মামলা থাকে, তাহলে তো গ্রেপ্তার করতেই হবে। আর যদি গ্রেপ্তার না করি, তখন আপনারাই বলবেন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এ সময় পার্থর স্ত্রীর বিদেশ যাত্রা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তাই তার বিদেশ যাত্রায় কোনো বাধা নেই।”

বৈঠকে ঈদ ও কোরবানির হাটকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “মহাসড়কের পাশে কোনো হাট বসানো যাবে না। হাটে শৃঙ্খলা বজায় রাখতে হবে। গরু রাস্তায় নামানো যাবে না, নির্ধারিত স্থানে হাটের ভিতরে গাড়ি থামিয়ে গরু নামাতে হবে।”

তিনি জানান, গরু পরিবহনের সময় সংশ্লিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার দিতে হবে। এছাড়া, ঈদের পাঁচ দিন আগে এবং ঈদের পরের তিন দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। রাতে কোনো সময়েই বাল্কহেড চলতে পারবে না।

গণপরিবহনে অতিরিক্ত যাত্রী তোলা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই নির্দেশনা পশু পরিবহনেও প্রযোজ্য। কেউ নির্দেশনা লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন