৩ নভেম্বর ২০২৫

নৃত্যের তালে তালে ‘নৃত্যরূপ’র বর্ষপূর্তি উদযাপন

‘নৃত্যের তালে তালে নটরাজ ঘুচাও সকল বন্ধ হে’— এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে উদযাপিত হলো নৃত্যরূপ একাডেমির তৃতীয় বর্ষপূর্তি।

নগরীর থিয়েটার ইনস্টিটিউটে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্যবিষয়ক বিভিন্ন গুণীজনদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনায় মুখরিত হয় থিয়েটার প্রাঙ্গণ।

এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চীফ অব ফ্লোর এন্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া হিমু।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স ক্লাবের সাবেক জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সব সময় সংস্কৃতি ও সাংস্কৃতিক অঙ্গণের পাশে ছিলাম এবং আমৃত্যু তাদের পাশে থাকতে চাই।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নৃত্যকলা বিভাগের প্রভাষক বেনজির সালাম।

অনুষ্ঠানে দুজন নৃত্যবিষয়ক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন— নটরাজ নৃত্যাঙ্গন একাডেমির পরিচালক সঞ্চিতা দত্ত বেবি এবং জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক স্বপন দাশ।

এসময় সঞ্চিতা দত্ত বলেন, ‘আমি চাই নৃত্যাঙ্গণে নৃত্যরূপ একাডেমি আরো সামনের দিকে এগিয়ে যাক। তাদের যেকোনো প্রয়োজনে আমি আমার জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত সম্পূর্ণ বাড়িয়ে দিব।’

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নৃত্যরূপ একাডেমি’র তিনজন কৃতী শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা হলেন— শ্রাবণী বড়ুয়া, শ্রীতমা বড়ুয়া ও জয়া নাগ।

বাংলাধারা/এইচএস

আরও পড়ুন