২৪ অক্টোবর ২০২৫

নেতা হতে হলে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে : বোরহান

বোয়ালখালী প্রতিনিধি »

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান বলেছেন, সবাই এখন নেতা হতে চায়। নেতা হওয়ার জন্য তদবির করে। রাজনীতি কী সহজ বিষয়? নেতা হতে হলে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে নেতা হতে হয়।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় শোক দিবসে সারোয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলে হয়তো বিষয়টি অন্যরকম হতো। কিন্তু ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করে ইতিহাসের জঘন্যতম বর্বরতার জন্ম দিয়েছে। একই সাথে সেই হত্যাকাণ্ডের বিচারের পথ আইন করে বন্ধ করার মধ্যে বিরল অমানবিক দৃষ্টান্ত সৃষ্টি করে স্বাধীনতা বিরোধীরা। তারা এখনও ষড়যন্ত্র করে এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চাইছে। এ ব্যপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন ইমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন হাসান, আলমগীর মোর্শেদ, ইউছুপ মিয়া, আবু তাহের চৌধুরী, আলী আকবর, যুবলীগ নেতা হাফিজুর রহমান মোর্শেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন খোকন, জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল সাত্তার, মো. আবদুল্লাহ হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চৌধুরী ও মো. হানিফ।

আরও পড়ুন