বাংলাধারা ডেস্ক »
নেত্রকোনা সদরের আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে অসাবধানতায় নিজেদের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ হারিয়েছে দাদি ও নাতি।
শনিবার (২০ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শরীফা আক্তার (৪৮) ও আরমান হোসেন (৮)।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, বন্যপ্রাণীর হাত থেকে গৃহপালিত পশুপাখি রক্ষা করতে খোয়ারের চারপাশ বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেছিল পরিবারটি।
শনিবার রাতে খোয়ারে হাঁস-মুরগি ঠিকঠাক আছে কিনা দেখতে গিয়ে অসাবধানতায় দাদি-নাতি সেই ফাঁদে আটকা পড়ে এবং তাদের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ













