৩০ অক্টোবর ২০২৫

নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে যারা দলের সদস্য পদ পাবে না তারা: নানক

খাগড়াছড়ি প্রতিনিধি »

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা আওয়ামী লীগ করবে দলের প্রতি তাদের আনুগত্য থাকতে হবে। কোনো বিদ্রোহী আর আওয়ামী লীগের নৌকায় চড়তে পারবেন না।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়িতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে নেত্রী যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কর্মী সমাবেশ শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।

এ সময় তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি আর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ১৬ জানুয়ারি ভোটারদের নৌকা মার্কায় ভোট  দেয়ার আহ্বান জানান ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন