২৩ অক্টোবর ২০২৫

নেপালের নিখোঁজ উড়োজাহাজ বিধ্বস্ত

বাংলাধারা ডেস্ক »

নেপালের পর্যটন নগরী পোখারা থেকে জমসম বিমানবন্দরে যাওয়ার পথে নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

রোববার সকালে উড়োজাহাজটি উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। পরে নেপালের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উদ্ধারকর্মীরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।

বেসরকারি এয়ারলাইন্স তারা এয়ারের মুখপাত্র জানান, ওই উড়োজাহাজটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের মোবাইলের লোকেশন ট্র্যাক করে বিধ্বস্ত উড়োজাহাজটি খুঁজে বের করা হয়।

নিখোঁজ হওয়া টুইন অটার ৯এন-এইটি উড়োজাহাজটিতে তিনজন ক্রু ছাড়াও ৪ ভারতীয়, ২ জার্মান ও ১৩ নেপালি যাত্রী ছিলেন। তাদের কেউ বেঁচে আছেন নাকি সবাই মারা গেছেন তা এখনও নিশ্চিত করেনি নেপাল কতৃপক্ষ।

আরও পড়ুন