১৬ ডিসেম্বর ২০২৫

‘নেশার টাকা’ না পেয়ে বাবাকে হত্যাচেষ্টা, ছেলেকে পুলিশে দিলেন মা

59285852 532194507310111 8482201049686343680 n

বাংলাধারা প্রতিবেদন » 

নগরীর রাহাত্তারপুল এলাকায় ইয়াবা সেবনের জন্য টাকা না পেয়ে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। এ ঘটনায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে হিরুকা ইয়াছমিন বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৩ মে) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুলে উজির আলী শাহ লেইনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতের নাম- শেখ মো. ইরফান (২২)। সে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের লাল মিয়ার বাড়ির শেখ মো. লেদুর ছেলে। নগরীর রাহাত্তারপুলের বোয়ালী-কালান্দর শাহ ভবনের দ্বিতীয় তলায় তাদের বাসা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বাংলাধারাকে বলেন, ইরফান একবছরেরও বেশি সময় ধরে ইয়াবাসক্ত। মা-বাবার কাছে ইয়াবা সেবনের জন্য টাকা চেয়ে না পেলে প্রতিদিন বাসায় গালিগালাজ-ভাঙচুর, মা-বাবা ও ভাইকে মারধর করে। শুক্রবার রাত তিনটার দিকে সে বাসার জানালার কাচ ভাঙচুর শুরু করলে তার ভাই রবিন গিয়ে বাধা দেয়। এসময় সে রবিনকে মারতে থাকে। তার বাবা রবিনকে রক্ষা করতে গেলে তার গলায় ধারালো ক্ষুর ধরে টান দিতে উদ্যত হয়।

তিন আরও জানান, প্রথমে রবিন ও তার মা হিরুকা ইয়াছমিন মিলে বাবাকে রক্ষা করে। এরপর সে আবারও তার বাবাকে ঝাপটে ধরে ক্ষুর দিয়ে গলা কেটে দিতে উদ্যত হলে রবিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর মধ্যে মা থানায় ফোন করে তাদের বাঁচানোর অনুরোধ করেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে মা-ই ছেলে ইরফানকে পুলিশের হাতে তুলে দেন। এসময় ইরফানের কাছ থেকে ধারালো দুটি ক্ষুর উদ্ধার করা হয়েছে।

স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে হিরুকা ইয়াছমিন বাদী হয়ে ছেলে ইরফানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ