নিজস্ব প্রতিবেদক »
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুুত করার দায়ে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের আরমান হোটেল ও হামজারবাগের মায়ের দোয়া বেকারীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এ জরিমানা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চেীধুরী বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুুত করার দায়ে নগরীর দেওয়ানহাট আরমান হোটেল মালিককের বিরুদ্ধে ১ লাখ টাকা এবং হামজারবাগ মায়ের দোয়া বেকারীর বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।













