২৩ অক্টোবর ২০২৫

নোবেলের সঙ্গে ইডেনের সেই ছাত্রীর বিয়ের নির্দেশ আদালতের

ধর্ষণ মামলার আসামি গায়ক মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী (ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী) একে অপরকে বিয়ে করতে সম্মত হয়েছেন। উভয়ের সম্মতির ভিত্তিতে কারাগারে রেজিস্ট্রি কাবিননামা অনুযায়ী বিবাহ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষে এ সংক্রান্ত আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

নোবেলের আইনজীবীর আবেদনে উল্লেখ করা হয়, ‘বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল। বর্তমানে উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। সে কারণে জেল হাজতে বিবাহের অনুমতি প্রার্থনা করা হচ্ছে।’

গত ১৯ মে গভীর রাতে রাজধানীর ডেমরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগেই ইডেন কলেজের সাবেক এক ছাত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ও নোবেলের পরিচয় ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার নিজ বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে আটক রেখে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সাত মাস তাকে জিম্মি করে রাখা হয়।

ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর মাধ্যমে, যেখানে নোবেলকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। সেই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে শনাক্ত করেন এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করে।

২০ মে নোবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৯ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করে আলোচনায় আসেন নোবেল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামে একটি কনসার্টে তার ‘অসাংগঠিত আচরণে’ ক্ষুব্ধ হয়ে দর্শকরা মঞ্চে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। এরপর কিছুটা সময় পর নোবেল আবারও বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে অংশগ্রহণ শুরু করেন। তবে এবার তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ও গ্রেফতার পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়।

আরও পড়ুন