১৭ ডিসেম্বর ২০২৫

নৌকার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর

বাংলাদেশ তরীকত ফেডারেশন এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে এ ঘোষণা দেন।

নজিবুল বশর বলেন, ‘আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটারেরা নৌকার বিজয় নিশ্চিতকরণে প্রধান কারণ হতে পারে বলে আমি মনে করছি।’

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে ফটিকছড়ির সার্বিক উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্ত্বে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সব সময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ