চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিছিল করেছে মহানগর শ্রমিক লীগ। জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবুর নেতৃত্বে এ বিশাল মিছিলের আয়োজন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় লালদিঘীর পাড় থেকে শুরু করে কে.সি.দে রোড, আন্দরকিল্লা মোড়, চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখান ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা সাবের আহমদ, কামাল উদ্দিন বাদল, জামাল উদ্দিন লিটন, মো. ইব্রাহিম, মো. সিরাজ, নাছির উদ্দিন, মোরশেদ আলম, আনোয়ার হোসেন দুলাল, নুর মোহাম্মদ, মো. ইসমাইল, মো. রফিক, আজগর আলী, মাহবুবুর রহমান লিংকন, শাহজাহান সাজু, আব্দুল লতিফ, সমিরুল ইসলাম তুহিন, মো. নাছির উদ্দিন, ছগির আহমদ, মো. মহসিন, নার্গিস আক্তার, শামিমা রহিম, ইরফান চৌধুরী, বাচ্চু মিয়া, রফিক, জানে আলম, মো. আলাউদ্দিন, জাকির হাওলাদার, নুরুল ইসলাম, জজ মিয়া, শহিদুল ইসলাম, মমতাজ মিয়া, দুলাল শীল, মো. সোহেল, মো. বাবলু, মিজানুর রহমান, জিয়ান খান, আলী হোসেন, বেলাল মিয়া, শফিউল শান্ত, মো. মান্নান, মো. কাসেম, মো. মানিক, মো. রুবেল, মো. রিমন খান, মো. জসিম, মো. নুরু, মো. আলম, মো. মফিজ, মো. নয়ন, মো. জয়নাল, মো. আলামিন, মো. শাহিন, মো. সবুজ, মো. সোহেল প্রমুখ।
মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সভায় মহানগর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু বলেন, ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সাধারণ নির্বাচনকে স্বাগত জানিয়ে ও চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী চট্টলবীর মরহুম জননেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী’র সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সোনার বাংলা ও স্মাট বাংলাদেশ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে অবদান রাখার আহ্বান জানান।













