৩০ অক্টোবর ২০২৫

নৌকা প্রতীক পেয়ে প্রচারণায় মামুন, এলাকায় উচ্ছ্বাস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রতিদ্বন্দ্বীতার বিপরীতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন নৌকা প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। এস এম আল মামুন নৌকা প্রতীক পাওয়ায় বাঁধ ভাঙা উচ্ছাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

সোমবার (১৮ ডিসেম্বর)চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল ইসলাম নৌকা প্রতীক বরাদ্দ দেন তাকে।

এদিকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নৌকার প্রতীক বরাদ্ধ পাওয়ায় নির্বাচনী এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা। এতে উৎসবের আমেজ মুখরিত পুরো সীতাকুণ্ড।

এস এম আল মামুন নৌকা প্রতীক পাওয়ায় দলীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড অনেক যাছাই-বাছাই করে এ অঞ্চলের জননেতা প্রয়াত এবিএম আবুল কাসেম মাস্টারের উত্তরসূরি জৈষ্ঠ্যে পুত্র মামুনকে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। সর্বশেষ আজ নৌকা প্রতীক বরাদ্ধের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্য পূরণ হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে নৌকা জয়যুক্ত হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, আমার পিতা কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি বলে আমিও কোনো দিন অন্যায়ের কাছে মাথানত করিনি। তাই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। আজ আমি দলীয় প্রতীক নৌকা বরাদ্ধ পেয়েছি। জনগণ যেভাবে আমার পিতাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছে। তেমনি আমাকেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

আরও পড়ুন