২৪ অক্টোবর ২০২৫

নৌপরিবহন সচিবের পরিদর্শন, সন্দ্বীপে ২৪ মার্চ উদ্বোধন হবে ফেরি সার্ভিস

চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি সার্ভিস উদ্বোধনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। শনিবার (২২ মার্চ ) সকালে তিনি পরিদর্শনে আসেন।

এসময় সচিবের উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ সফিকুল আলম চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেরি সার্ভিস উদ্বোধন ২৪ মার্চ

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ মার্চ ২০২৫ (সোমবার) চট্টগ্রামের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

ফেরি সার্ভিস উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিজা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বকস চৌধুরী ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

সন্দ্বীপ ও মূল ভূখণ্ডের মধ্যে নৌ যোগাযোগ উন্নত করার লক্ষ্যে বহু প্রতীক্ষিত এই ফেরি সার্ভিস চালু হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এআরই/এনআই/বাংলাধারা

আরও পড়ুন