বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌ-বহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
রবিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে নৌ-বাহিনীর নতুন প্রধানকে এ ব্যাজ পরান সেনা ও বিমানবাহিনী প্রধান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।
ব্যাজ পরানো অনুষ্ঠানের পরে তিনি জানান, প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. শাহীন ইকবালের সাফল্য কামনা করেছেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মো. শাহীন ইকবাল নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













