৩১ অক্টোবর ২০২৫

পটিয়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি: কসাই ও বিক্রেতার জেল-জরিমানা

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় শান্তির হাটে অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই ও গরু বিক্রেতাকে জেল জরিমানা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা যায়, আজ রবিবার সকাল ছয়টার দিকে উপজেলার শান্তির হাটে সাপ্তাহিক হাটবার উপলক্ষে কিছু অসাধু কসাই অসুস্থ ও রোগাক্রান্ত একটি গরু গতকাল রাত বারোটার পর কসাই খানায় দেখতে পেয়ে স্হানীয় যুবক মহিউদ্দিন রাজিব ৯৯৯ এ ফোন দিয়ে অবগত করলে পটিয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সাব্বির রাহমান সানি সকাল ছয়টার দিকে ঘটনাস্থলে (শান্তির হাট কসাই খানা) গিয়ে তিন জন কে আটক করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে মোঃ ইসমাইল (৫৫) পিতা মৃত নুরুচ্ছফা ও মোঃ আজগর(২৬) পিতা মো আলী কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণের ২০১১ এর ১৮ ধারায় উভয় কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার কুসুমপুরা ইউনিয়নের বাসিন্দা।

এছাড়াও গরু বিক্রেতা আবুল কালাম(৫০) পিতা মৃত শরবত আলী কে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সাব্বির রাহমান সানি জানান, আজ রবিবার ভোরবেলা খবর পেয়ে শান্তির হাটের কসাই খানায় ছুটে গিয়ে দেখতে পাই অসুস্থ ও রোগাক্রান্ত একটি গরু কমদামে কিনে বেশী লাভের আশায় কিছু অসাধু কসাই গরুটিকে জবাই করেছে এ অবস্থায় আমরা পৌছে তিন জন কে আটক করে তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্ট বসিয়ে দুি জনকে ছয় মাসের জেল ও গরু বিক্রেতাকে ২৬ হাহার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে নির্দেশ দেয় হয়েছে জবাইকৃত গরুটি মাঠিতে ফুতে ফেলার জন্য।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন