পটিয়া প্রতিনিধি »
পটিয়া পৌর সদরের রেল স্টেশন এলাকায় সাতটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে চায়ের দোকানের আকস্মিক আগুনে আশপাশের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল নুর টি স্টল, মান্নান স্টোর, বাদল স্টোর, ফ্রেন্ডস টেলিকম, খাজা মৎস খামার, মায়ের দোয়া মৎস খামার ও হাসেম টেলিকম নামের দোকানগুলো পুড়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আমরা রাত তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, রেল স্টেশনের একটি চায়ের দোকান হতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সব দোকানগুলো মিলে প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
এদিকে সকালে খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরির্দশন করেছেন। এসময় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রশাসনের পক্ষ হতে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













