পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় এক অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের পশ্চিম বারৈকাড়া পোস্ট মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে মোঃ ছৈয়দের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এসময় চারটি কাঁচা ঘর ও একটি চেমিপাকা ঘর আগুনেে পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলেন মোঃ ছৈয়দ, আমিনুর রহমান, মাহমুদুর রহমান, আবু সিদ্দিক ও মোঃ আইয়ুবের পরিবার। এতে ক্ষয়তির পরিমান আনুমানিক ৫ লক্ষ টাকা ধরা হয়েছে।
বিকেলে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে দেখতে যান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নগদ ২১ হাজার টাকা সহায়তা দেয়া হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরো সহায়তার আশ্বাস দেন।
বাবাংলাধারা/এফএস/এমআর













