২৪ অক্টোবর ২০২৫

পটিয়ায় আন্দোলনকারীদের গুলি করা যুবলীগ নেতা টিটু গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে জেলা যুবলীগের প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাইখাইন গ্রামের বাসিন্দা।

সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল হাসান টিটু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়ার সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ সহচর। গত বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার সময়কার একটি ছবিতে তাকে অস্ত্র হাতে দেখা যায়, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার প্রায় ৯ মাস পর তাকে গ্রেপ্তার করা হলো।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর নিউজনাউকে জানান, তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টিটু নিজেই ৪ আগস্ট আন্দোলনকারীদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুড়েছিলেন। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রয়েছে।

তিনি আরও জানান, সাইফুল হাসান টিটুর বিরুদ্ধে চারটি হত্যা মামলা, চাঁদাবাজি ও সহিংসতা সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে রিমান্ড আবেদন করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন