৫ নভেম্বর ২০২৫

পটিয়ায় আরো ১০ রোহিঙ্গা আটক

পটিয়া প্রতিনিধি »

চট্রগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরের ৮ নং ওয়াডের গোবিন্দরখীল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শাহ আলম(৪০), নুরুল আমিন(১৯), করিম উল্লাহ(১৮), মো.রফিক(১৮), নিয়াজ মোহাম্মদ(১৪), আইয়ুব(১৬), মো.আরিফ(২৯), আব্দুল মাজেদ(২৪), সেলিম(৩৫), জয়নাল(২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত আড়াই টার দিকে উপ-পরিদর্শক নাদিম মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার গোবিন্দরখীল ৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের ৮ নং গোবিন্দরখীল এলাকাকে রোহিঙ্গারা অবাধ চলাফেরা ও বসবাসের উপযোগী স্থান হিসেবে বেচে নিয়েছেন। ইতোমধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করে কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। তবে দেখা যায় তারা আবার কৌশলে পাল্টে তাদের পরিবারের মাঝে চলে আসে। আটকের সময় যদি তাদের পরিবারের সবাইকে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের ফেরার রাস্তা অন্তত এ স্থান থেকে নির্মুল হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন স্থনীয়রা।

স্থানীয়রা আরো জানান, রোহিঙ্গারা দিনের বেলা রিক্সসা, ভেন চালানো ও দিনমজুরের কাজ করে। রাতের বেলায় তারা মদ, ইয়াবা ও গাজা বিক্রিসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। রোহিঙ্গাদেরকে অপকর্মের জন্য ব্যবহার করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল।

পটিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাদিম মাহমুদ জানান, বিশেষ অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৪৬ সালের ১৪ ধারায় বিদেশি নাগরিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ