পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে মুন্সেফ বাজার এলাকা অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে।
আটককৃত মো. ইব্রাহিম (১৯) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মো. শফির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসভার মুন্সেফ বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যরা উৎপেতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এসময় তার পরনের পেন্টের পকেট থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি একজন কিশোর মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া মুন্সেফ বাজার এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করে তার পরনের পেন্টে থাকা বিশেষ কায়দার টেপ দিয়ে মোড়ানো ১৫০০ পিস ইয়াবাসহ আটক করি।
জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসায়ীর ভাষ্য হতে জানা যায়, ইয়াবাগুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশে কক্সবাজার হতে নিয়ে আসছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













