পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন খরনা রাস্তার মাথা এলাকায় দেহ তল্লাশি করে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খরনা রাস্তার মাথা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো. ইমাম হোসেন (২৯) উপজেলার পশ্চিম বাহার ছড়ার শামসুর বাড়ী এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে, মো. জাহেদ হোসেন (২৯) নতুন বাহার ছড়ার পদনার ডেইল এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবাগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে একটি টিম ৪ হাজার পিস ইয়াবাসহ মো. ইমাম হোসেন, ও মো. জাহেদ হোসেন নামের দুই জনকে আটক করা হয়। তারা কক্সবাজার হতে চট্টগ্রাম বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ













