২৩ অক্টোবর ২০২৫

ওসি অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, চট্টগ্রাম জুড়ে ব্লকেডের হুমকি

পটিয়ায় উত্তপ্ত পরিস্থিতি: ছাত্রলীগ নেতাকে সোপর্দ করতে গিয়ে সংঘর্ষ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে দিনভর অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।

ঘটনার সূচনা সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর তালুকদারকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অভিযোগ ছিল, তিনি একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে জড়িত। এরপর দীপঙ্করকে পটিয়া থানায় সোপর্দ করতে গেলে পুলিশ জানান, তার নামে কোনো মামলা নেই, তাই তাকে গ্রেপ্তার করা যাবে না। এখান থেকেই শুরু হয় উত্তেজনা।

রাত সাড়ে ৯টার পর থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থানার চত্বরে, মূল ফটকের সামনে ও আশপাশের এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিক বলেন,”আমরা একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকে আইনের হাতে তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা না করে উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, পটিয়া থানার ওসি নানা অনিয়মের সঙ্গে জড়িত এবং এ ঘটনার দায় তাঁকেই নিতে হবে।

পটিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,”রাত ৯টার দিকে একদল লোক মারধর করতে করতে একজনকে থানায় নিয়ে আসে। গেটে থামতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হই।”

মঙ্গলবার সকাল থেকে আন্দোলনকারীরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এদিকে পটিয়ার ঘটনার রেশ ছড়িয়ে পড়ে নগরের খুলশী এলাকাতেও। বিকেলের দিকে আন্দোলনকারীরা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয় ঘেরাও করেন। এরপর জিইসি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে তারা। এই বিক্ষোভে নগরবাসীর ভোগান্তি আরও বাড়ে।

“আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে পটিয়ার ওসিকে অপসারণ না করা হলে, পুরো চট্টগ্রামজুড়ে অবরোধ কর্মসূচি পালিত হবে জানান আন্দোলনকারীরা।”

এআরই/বাংলাধারা

আরও পড়ুন