পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় একদিনে আরো ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব নুতন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য দেন। এদের মধ্যে একই পরিবারের শিশুসহ ৫ জন ছাড়াও পটিয়া হাসপাতালের একজন নমুনা সংগ্রহকারী, একজন ডাক্তার রয়েছেন।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাবেদ জানান, ২ জুন পটিয়া হতে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে গত রাতে ১০ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া রোগীদের নিয়ে পটিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জনে। বর্তমানে ১০ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও অন্যরা বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এখন পর্যন্ত ৫৯ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আইসোলেশনে আছেন ৩ জন এবং ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা যায়, গত ৩১ শে মে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সবজার পাড়ার ৫০ বছর বয়সী একজন পুরুষ রাতে করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। ১ জুন (সোমবার) তাকে দুপুর বারোটার সময় পটিয়া পৌরসভার বাড়িতে মৃত করোনা রোগীদের দাফন-কাপন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করেন গাউসিয়া কমিটির সদস্যরা।
মৃত্যুর পরও কেন তার নমুনা সংগ্রহ করা হয়নি তা নিয়ে চমেক হাসপাতালে যোগাযোগ করা হলে তারা কিছুই জানাতে পারেননি।
এদিকে মৃত ব্যাক্তির পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করা হয় ২জুন। তাদের রিপোর্টে ঐ পরিবারের ৩, ৮, ১৩, ১৫ ও ৪২ বছরের নারী শিশু কিশোর কিশোরীর শরীরে করোনা পজিটিভ আসে। এছাড়াও ২৮, ৩০ বছর বয়সী দুই যুবক ও ৮০ বছরের একজন বৃদ্ধের শরীরে করোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, গতকালের ১০ জনের করোনা পজিটিভ রির্পোটে একই পরিবারের শিশুসহ ৫ জনের পরিবারটিকে তাদের বাড়িতে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













