পটিয়া প্রতিনিধি »
সারা দেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ শুরু করা হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৫০ শয্যা বিশিষ্ট পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বিশেষ বুথে এ কর্মসূচির উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেজা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাবেদ, আবাসিক মেডিকেল অফিসার তানভির আহমদ, রিজওয়ান সিদ্দিকী, সুরজিৎ ঘোষ, ফারহানা নুর প্রমুখ।
সকাল সাড়ে ১১টার দিকে প্রথম টিকা নেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়া উদ্দিন সাকিব। এরপর একে একে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নার্স, উপজেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, আনসার, পুলিশ সহ আরো অনেকেই করোনা ভ্যাকসিন গ্রহন করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন করোনার টিকা নেয়ার পর অনূভুতি প্রকাশ করে বলেন, করোনার টিকা নেওয়ার সময় একটু ভয়ভিতি লেগেছে। করোনার টিকা যখন প্রয়োগ করে আমার শরীরে একটু ঝিম ঝিম করে। এরপর স্বাভাবিক হয়ে যায়। তিনি ভয় না পেয়ে করোনার টিকা নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক জিয়া উদ্দিন সাকিব বলেন, টিকা গ্রহণ করেছি এখনও বেশ চাঙ্গা আছি। কোনো ধরনের প্বার্শপ্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। দৈনিক সর্বোচ্চ ১৫০ জন মানুষকে টিকা দেওয়া হবে। উপজেলার মোট ৩১ হাজার ৫০০ জন মানুষকে টিকা দেওয়া হবে। ২য় ডোজ দেয়া হবে আগামী ৭ মার্চ।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাবেদ বলেন রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ৩ টা পর্যন্ত ৭০ জন করোনা টিকা গ্রহন করেছেন বলে
তিনি আরো জানান, যারা অনলাইনে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ১৫০ জনকে এস এম এসের মাধ্যমে জানানো হয়েছে যাতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহন করেন। যারা সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে না তাদের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নিবন্ধনের জন্য ও উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসলে আমরা সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এ চিকিৎসক কর্মকর্তা ।
বাংলাধারা/এফএস/এইচএফ













