৩০ অক্টোবর ২০২৫

পটিয়ায় জঙ্গী উস্কানিমূলক লিফলেট ও জিহাদী বইসহ আটক ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জঙ্গী উস্কানিমূলক লিফলেট এবং জিহাদী বইসহ জেএমবি’র দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১ টা ২০ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মোঃ ইসমাইল (৩৩)। আব্দুল্লাহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডোমকুলী গ্রামের আব্দুর রহিমের ছেলে। ইসমাইল কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল নবীর ছেলে।

র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র কতিপয় সক্রিয় সদস্য জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য একটি যাত্রীবাহি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে র‌্যাব।

এ সময় বিভিন্ন যাত্রীবাহি বাস তল্লাশীকালে দূর থেকে র‌্যাবের চেকপোস্ট দেখা মাত্রই দুই জন যাত্রী একটি বাস থেকে নেমে তাদের যাত্রা পথ পরিবর্তন করে অন্য পথে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

এ সময় তাদের দেহ এবং সাথে থাকা হ্যান্ড ব্যাগ তল্লাশী করে বিপুল পরিমান জঙ্গী উস্কানিমিূলক লিফলেট এবং ৬ টি জিহাদী বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য এবং নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করতঃ অন্যদেরও জিহাদে উদ্বুদ্ধ করার জন্য জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য চট্টগ্রাম হতে কক্সবাজারের টেকনাফে যাচ্ছে।

ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াতের উদ্ধৃতি অপব্যাখ্যা করে জঙ্গী ও জিহাদী চেতনায় অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ উঠতি বয়সী যুবক ও নিরীহ জনসাধারনের মধ্যে জঙ্গী উস্কানিমূলক প্রচারসহ বিভিন্ন জিহাদী বই বিতরণ করছে।

গ্রেফতারকৃত জঙ্গী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন