পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নতুন করে পাঁচ পুলিশ সদস্যসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব থেকে এ তথ্য পাওয়া যায় বলে জানান পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদ।
তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে পটিয়া থানা পুলিশের ৫ জন সদস্য, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন, পৌরসভার ১ নং ওয়ার্ডে ১ জন, পৌরসভার ৩ নং ওয়ার্ডে ২ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থাস্থ্যকর্মীর পরিবারের ৩ সদস্য। উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ১জন নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন।
উল্লেখ্য যে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ পর্যন্ত নমুনা সংগ্রহে মোট আক্রান্তের সংখ্যা ২৪৯ জন। সুস্থ হয়েছেন ৭০ জন। মারা গেছেন ৪ জন।
বাংলাধারা/এফএস/টিএম













