২৮ এপ্রিল ২০২৪

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা গুরতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় মোহাম্মদ সোহেল নামের এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষ লোকজন কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।

জানা যায়, বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় প্রতিপক্ষরা কুপিয়ে জখম করলে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ দেখে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বৃহস্পতিবার প্রেরণ করা হয়েছে। যুবলীগ নেতা সোহেলের ডান হাত কুপিয়ে জখম করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সোহেলের সঙ্গে প্রতিবেশী আবদুল খালেকের ভুমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগটি পটিয়া থানা পুলিশের কাছে তদন্তে রয়েছে। জায়গার বিষয় নিয়ে পুলিশ নোটিশ দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা সোহেলকে মোহাম্মদ জয়নাল নামের একব্যক্তি কুপিয়ে জখম করে।

পরে গুরুতর জখম অবস্থায় এলাকার লোকজন সোহেলকে প্রথমে পটিয়া হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পটিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রহিম বলেন, যারা এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। যুবলীগ নেতা সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আজ আমরা শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যাস্ত থাকার ফলে তাৎক্ষণিকভাবে কোন প্রতিবাদ সভা করতে পারিনি। আমরা হামলাকারীকে গ্রেফতার পূর্বক বিচার দাবি করছি। ঘটনার পর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ কিংবা মামলা হয়নি। মামলা রেকর্ড হলেই আসামীদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন