পটিয়া প্রতিনিধি »
বাউল সেজে একতারা হাতে নিয়ে ঘোরাঘুরি করছিলেন। তবে ছন্নছাড়া বাউলের রুপ ধারন করে থাকা এক যুবককে সন্দেহ হয় পুলিশের। তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ইয়াবা। এমন ঘটনাটি ঘটেছে পটিয়ায়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ পাঁচ হাজার ইয়াবাসহ আবদুছ সালাম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে । এছাড়া ও পৃথক অভিযানে আরো ২ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে মোহাম্মদ হৃদয় (৩০) নামের আরেক যুবককে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় , গ্রেপ্তারকৃত সালাম চন্দনাইশের হাশিমপুরের আবদুল করিমের ছেলে। অপর দিকে মোহাম্মদ হৃদয় ময়মনসিংহ জেলার পাগলা থানার ফরিদপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতরা স্থানীয় এজেন্টের কাছে ইয়াবার চালান পৌছে দিতে কৌশলে পটিয়ায় ঘোরাঘুরি করছিলেন বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে পটিয়া থানার উপ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে শান্তিরহাট এলাকায় ঝুনঝুনি, একতারা সহ বাদ্যযন্ত্র নিয়ে বাউল সেজে ঘোরাঘুরি করছিলেন সালাম। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তার কাঁধে থাকা ব্যাগের ভিতর পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। অন্যদিকে রাত ৮ টার দিকে পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে মনসা বাদামতল এলাকা থেকে আটক করা হয় হৃদয় নামের আরো এক যুবককে। এসময় তার কাছে থাকা ব্যাগে ও মিলে ২ হাজার ২ শ ৫০ পিস ইয়াবা।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হচ্ছে। তাদের বিস্তারিত পরিচয় ও ইয়াবা সিন্ডকেটের অন্য সদস্যদের নাম জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এমআর













