১৬ ডিসেম্বর ২০২৫

পটিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার কমল মুন্সির হাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে এদুর্ঘটনা ঘটে।

এসময় খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালান। নিহত ব্যক্তির নাম শঙ্কু দাশ বড়ুয়া (৭০) ও উত্তম বড়ুয়া (৪৩)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার শীলঘাটা বলে জানিয়েছেন পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌমেন বড়ুয়া।

এ ব্যাপারে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলাধারাকে জানান, কমলমুন্সির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও চার জন আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি গাড়ি গুলো হাইওয়ে পুলিশের ফাড়িতে হেফাজতে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ