পটিয়া প্রতিনিধি »
চট্রগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ঝিয়ার পাড়া এলাকার মোঃ জাবেদ(৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয় হওয়ার খবর পাওয়া গেছে ।
জানা যায়, উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ভুড়ি পাড়া এলাকার আব্দুল কন্ট্রাকটারের পুত্র। গত বুধবার দুপুর ১ টার দিকে রাজস্ত্রির কাজ করার সময় চাদে ওঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পটিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় ।
বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ













