১ নভেম্বর ২০২৫

পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

পটিয়া প্রতিনিধি  »

ফ্রান্সের চার্লি হ্যাবদো পত্রিকায় মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম পটিয়া উপজেলা শাখা এক মানববন্ধন এর অয়োজন করে।

শনিবার (৩১ই অক্টোবর) বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এর সভাপতিত্বে পটিয়া থানার মোড় এলাকায় এই মানববন্ধন সম্পূর্ণ হয়।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াশ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দিন।

এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোরশেদুল ইসলাম খোরশেদ, মাওলানা নজরুল ইসলাম, আবুল কালাম, নাসিফ নেজাম, মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দীন, আব্দুল মালেক, মীর সুজন, কাজী সোহেল, ইমরান হোসেন সহ আরও শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের জীবন ও হৃদয়ের উপর চরম ও নিকৃষ্টতম আঘাত হল প্রাণাধিক প্রিয়নবী (সাঃ) এর শানে অবমাননা ও বেয়াদবী ধৃষ্টতা। মানবতার মুক্তিদাতা ও সকল কল্যাণের উৎস মহান রাসুল (সাঃ) এর বিরুদ্ধে সকল অবমাননা সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল।

আরো বলেন, শানে রেসালাতে বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও মানবতার অবর্ণনীয় দুরবস্থা ধ্বংসাত্মক অবস্থা, হামলা-উৎখাত-হত্যাকান্ড, মসজিদ ও মাজার শরীফসমূহ ও ঈমানী কর্মসূচিতে হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গড়ে তোলার আহ্বানও জানান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন