৮ ডিসেম্বর ২০২৫

পটিয়ায় শিশু নির্যাতনকারী সেই সৎ মা গ্রেফতার

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে শিশু নির্যাতনের ঘটনায় পটিয়া থানা পুলিশ সৎ মা নিশু আকতারকে (২৬) গ্রেফতার করেছেন। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিক্সাচালক মো. নাজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে পুলিশ সৎ মা নিশু আক্তারের বাপের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

শিশু নির্যাতনের ঘটনায় থানায় শিশুটির পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুরিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানের নেতৃত্বে একদল পুলিশ সৎ মাকে গ্রেফতার করেন।

জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিক্সা চালক নাজিম উদ্দিনের প্রথম স্ত্রীর মারা যায়। প্রথম সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রিক্সা চালকের দ্বিতীয় স্ত্রী প্রায় সময় শিশু মায়শা আকতারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। দিন কয়েক আগে শিশুটির সৎ মা মাথা ফাটিয়ে দেয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুরিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান জানিয়েছেন, শিশুকে ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা রেডর্ক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সৎ মা নিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন