পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় অলি আহমদ সওদাগর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার কমলমুন্সিরহাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি আহমদ সওদাগর চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ ইউনিয়নের হাশিমপুর এলাকার মৃত কবির আহমদ সওদাগরের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়া কমলমুন্সিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অলি আহমদকে কক্সবাজারগামী হানিফ সুপার (চট্টমেট্টো-১১-১৩৪৭) পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













