৪ নভেম্বর ২০২৫

পটিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় তিন দোকানিকে জরিমানা

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মানা ও সন্ধ্যার পর দোকান খোলা রাখার খবর পেয়ে অভিযানে যান পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। এ সময় পটিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় তিন দোকান মালিককে জরিমানা করা হয়।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাতটার পর এই অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, উপজেলার পোস্ট অফিস মোড়, আদালত রোড, সবুর রোড, ক্লাব রোড, স্টেশন রোড, ডাকবাংলো মোড় ও মুন্সেফ বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। করোনার সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং এবং স্বাস্থ্যবিধি না মানায় সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩ টি দোকানের মালিককে আট হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন