চট্টগ্রামের পটিয়ায় একটি কৃষি জমি থেকে হাত-পা এবং মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কচুয়াই ইউনিয়নের আজিমপুর মধ্যমপাড়া মিয়ার হাট এলাকায় এ লাশ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহটি লাল প্লাস্টিকে মোড়ানো ছিল এবং মুখ গামছা দিয়ে বাঁধা। প্রাথমিকভাবে নিহতের আনুমানিক বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি।”