৫ নভেম্বর ২০২৫

পটিয়ায় ১১০০ পিস ইয়াবা সহ আটক ২

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুটি অভিযানে ১১০০ পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড হতে নুরুল ইসলাম(২৫) নামের একজন মাদক ব্যাবসায়ীকে ৬০০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। সে সাতকানিয়ার উলামিয়ার ছেলে।

অপরদিকে উপজেলার ডাকবাংলো মোড় হতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল নয়টারদিকে ফরিদুল মোস্তফা (২০) নামের একজন মাদক ব্যাবসায়ীকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের শরনার্থি ক্যাম্পের সোনা মিয়ার ছেলে।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক কাজী হাবিবুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন মাদক ব্যাবসায়ী বেশ কিছু ইয়াবা নিয়ে পটিয়ায় আসছে হাত বদলের জন্য। সকাল থেকে আমরা ফোর্স নিয়ে ছদ্মবেশে অপেক্ষা করতে থাকি। এক সময় গোপন সংবাদের তথ্যমতে দুই মাদক ব্যাবসায়ীকে পৃথক অভিযানে ১১০০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ