পটিয়া প্রতিনিধি »
পটিয়ার মোজাফরাবাদ এন. জে. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯ টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ এন. জে. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত বাদশা মিয়া (৩৬) কক্সবাজার জেলার রামু থানার শ্রীমুরা (আলীর বাড়ী) মো. আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে অভিযানে ১ জনকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কক্সবাজার হতে ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













