২৪ অক্টোবর ২০২৫

পটিয়ায় ৫০০ পিচ ইয়াবাসহ যুবক আটক

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেল ‘খ’ অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ।

মাদক দ্রব্য অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল নয়টার দিকে পটিয়া বাস স্টেশন এলাকা হতে ৫০০ পিচ ইয়াবাসহ লিটন খন্দকার (৩০) কে আটক করা হয়। সে ফরিদপুর জেলার সদরপুর থানার ভাসানচর ইউনিয়নের ফয়জল খন্দকারের ছেলে।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টার দিকে পটিয়া বাস স্টেশন এলাকা হতে লিটন খন্দকার (৩০) কে ৫০০ পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই।

এসময় তার পরিহিত পেন্টের পটেকে টেপদিয়ে বিশেষ ভাবে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞেসাবাদে সে জানায়, টেকনাফ হতে ইয়াবা গুলো নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য হাত বদল করার উদ্দেশ্যে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া বাস স্টেশনে শহরের গাড়িতে উঠার জন্য অপেক্ষায় আছে এ অবস্থায় তাকে আমরা গ্রেফতার করি।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন