পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ওশান স্টেটের সামনে অভিযান চালিয়ে ৭৭ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
গ্রেপ্তারকৃতরা হলো- ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকার জয়নাল আবেদীন মজুমদারের ছেলে ইমাম হোসেন মজুমদার (২৬) ও মিরসরাই উপজেলার হিংগলী এলাকার আবদুল খালেকের ছেলে মির হোসেন (২৯)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গতকাল শুক্রবার প্রাইভেট কার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় ৭৭ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ নামের একজন পলাতক রয়েছেন। তিনজনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ২ কোটি ৩১ লক্ষ টাকা। ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বাংলাধারা/এফএস/এএ













