পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় বেসরকারী শিক্ষক কর্মচারীদের এমপিও’র ছাড়কৃত অর্থ ৬ আগষ্টের মধ্যে জনতা ব্যাংকে না পৌছায় শিক্ষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। ফলে পটিয়ার ১০৮টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারীদের ঈদ আনন্দ মাঠি হওয়ার উপক্রম হয়েছে।
মঙ্গলবার এর প্রতিবাদে বাংলাদেশ কর্মচারী ফেডারেশন পটিয়া উপজেলা শাখা পটিয়া সদরে বিক্ষোভ মিছিল বের করে। পরে ব্যাংক সম্মুখে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সনক বড়ুয়া, রাজিব বড়ুয়া, দিদারুল ইসলাম, শাহেদুল ইসলাম, আবুল কাশেম, উসমান গনি, হাসমত আলী, আবদুস সালাম, নুরুল ইসলাম, রঞ্জয় দে, সাইফুল ইসলাম প্রমূখ।
এতে বক্তরা বলেন সরকার দুই আগষ্ট আসন্ন ঈদ উল আযহার বোনাস গত জুলাই মাসের বেতন ভাতার এমপিও ছাড় করেছেন। কিন্তু গত ৪ দিনেও এ সংক্রান্তে কোন কাগজ পত্র জনতা ব্যাংক পটিয়া শাখায় এসে পৌছায়নি। ফলে শিক্ষকরা ঈদ উল আযহা উদযাপন করা নিয়ে নানা শংকায় ভুগছেন। বিগত ঈদ উল ফিতরেও তারা একই অবস্থার সম্মূখীন হয়েছিল। কার অবহেলায় শিক্ষকরা এ পরিণতির শিকার তা তদন্ত পূর্বক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তারা শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তকেপ কামনা করেন।
এ ব্যাপারে জনতা ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম শিকদারের জানান, বর্তমানে বোনাস প্রদানের পত্র আমরা পেলেও এমপিও এবং বেতন ভাতা প্রদান সংক্রান্ত কোন কাগজ পত্র পায়নি।
আর মাত্র দুইদিন ব্যাংকিং কার্যক্রম চলবে। এমতাবস্থায় বুধবারের মধ্যে যদি কোন আদেশ না আসে তাহলে পটিয়ার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারী বেতন ভাতা প্রদান নিয়ে আমাদেরকে হিমশিত খেতে হবে এতে বর্তমান এ পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের ঈদ করতে পারা না পারা নিয়ে সংশয় বিরাজ করছে।
বাংলাধারা/এফএস/এমআর
 
				












