পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়ার ব্রহ্মচারি খালপাড়ের জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭। আটক করা হয়েছে সুমন দেব নামের এক কারবারিকে। সুমন ওই এলাকার কাজল দেবের ছেলে।
রোববার (৫ জানুয়ারি) বিকেল থেকে এই অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর কর্মকর্তা মেজর শাহেদ শাহীন সরকার জানান , গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করি। পাশাপাশি ইয়াবা এবং গাঁজাও উদ্ধার করা হয়।
রোববার রাত ৮টায় মেজর শাহেদ আরও জানান, মাদক পরিমাপের কাজ চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম













