পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আসালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম।
বুধবার বিকেলে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় এই অভিযান পরিচালানা করেন।
এসময় অবৈধ বালু মহালের কাছে একটি এক্সকেব্রেটর ও দুটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। পরে তাদেরকে ৫০টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে এক্সক্লেব্রেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় কবির হোসেন জানায়, দীর্ঘদিন ধরে রাজঘাটা ব্রিজের নিচ থেকে অবৈধ বালু উত্তোলনের করে নিয়ে যাচ্ছে একটি মহাল।তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ তুললে প্রভাবশালীদের রোষানলে পড়তে হয় তাদের।
তিনি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে প্রশাসন যদি এইভাবে ব্যবস্থা নেই তাহলে হাইদগাও বাসী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম জানান, উপজেলার হাইদগাঁও একালার রাজঘাট ব্রিজের নিচ থেকে একটি মহল অবৈধ ভাবে বালু উত্তোন করে আসছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচলনা করি এবং দুটি পিকআপ প্রথমে জব্দ করি। পরে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেকা নিয়ে গাড়ি দুটি ছেড়ে দিই। আমাদরে এ অভিযান অব্যহত থাকবে।












