২৯ অক্টোবর ২০২৫

পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

বাংলাধারা ডেস্ক »

পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুরের শফিউল আলমের ছেলে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সকালে সবজি বিক্রির জন্য চন্দনাইশ থেকে কমলমুন্সির হাটে আসেন কামাল হোসেন। সকাল সাড়ে ৯টায় কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা কেউ বলতে পারছে না।’

আরও পড়ুন