পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আট নং ওয়াডের হাতিয়ার ঘোনা এলাকায় বুধবার রাত ৮ টার দিকে চেরাগের আগুন হতে অসাবধানতা বসত ৪টি বসত ঘর তার মধ্যে দুটি কাঁচা দ্বীতল বসতঘর ও ২ টি কাঁচা একতলা ঘর পুড়ে গেছে।
জানা যায়, বুধবার রাত আটটার দিকে চেরাগের আগুন হতে হঠাৎ আগুন লেগে গেলে তাৎক্ষনিক জাতীয় জরুরি সেবা হতে ৯৯৯ কল পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ উদ্যোগে সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ প্রায় আধ ঘন্টার মধ্যে আগুনে নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন, রুবি আকতার, জহির আহম্মদ, নুর আহমদ, খায়ের আহমদ।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, আমরা রাত আটটার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।
আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, চেরাগের আগুন হতে আগুনের সুত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নীচে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক পাঁচ লাখ টাকার মতো হতে পারে।
বাংলাধারা/এফএস/টিএম












